ঈদ পর্যন্ত শিথিল, পরে কঠোর বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:০৩ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি হবে।
এ বিষয়ে আজ মঙ্গলবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিংমলসহ দোকানপাট খোলা থাকবে। তবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। কোরবানির হাটও বসবে।
বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন : ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারাদেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন : ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই শুক্রবার পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে সকল ধরনের গণপরিবহন। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
খুলছে শপিংমল, দোকানপাট : ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই শুক্রবার পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খুলবে শপিংমল, দোকানপাট। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামীকাল বুধবার (১৪ জুলাই) শেষ হবে।
তবে বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করা হবে।
শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।
দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে গত রবিবার। দেশে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। এ সময় করোনায় মারা গেছেন ২২০ জন।