জোরপূর্বক হত্যার স্বীকারোক্তি : ২ তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ এএম, ৩০ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৫৩ এএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই ১২ বছর বয়সী সৌরভের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়ার ঘটনায় দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলার দুই তদন্ত কর্মকর্তা নয়ন কুমার (সিআইডি) ও মো. মনসুর আলীকে (পিবিআই) নথিসহ আগামী ৩ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। আদালতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিশু সৌরভসহ তার বাবা-মা। ‘পুলিশের ভুলে ১২ বছরের শিশুর ঘাড়ে ছোট ভাই হত্যার দায়’ শিরোনামে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ওই সংবাদ যুক্ত করে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। গেল ২১ জুন এ বিষয়ে শুনানি করে আদালত ‘ঘটনা সত্য হলে দুঃখজনক’ বলেও মন্তব্য করেন। পরে ২৯ জুন বিষয়টি শুনানির দিন ধার্য করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করা হলো।
সংবাদমাধ্যটির ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে ছোট ভাইকে হত্যার দায় বয়ে বেড়াচ্ছে ১২ বছর বয়সী বড় ভাই। ওই বছরের ২৫ আগস্ট বগুড়ার কাঁটাখালি গ্রামের একটি পাটক্ষেত থেকে মহিদুল ইসলামের ছেলে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ সোহাগের বড় ভাই সৌরভকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং জোর করে হত্যার স্বীকারোক্তি নেয়। প্রতিবেদনে বলা হয়, এ মামলায় পুরো পরিবার এখন বাড়িছাড়া। এক ছেলেকে হত্যা এবং আরেক ছেলের ওপর সেই মিথ্যা মামলার অভিযোগ নিয়ে দিশেহারা পরিবারটি।