সাবেক ডিআইজি প্রিজন্স পার্থর জামিন, দুদকের পদক্ষেপ জানতে চায় আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৬:০৮ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের অস্বাভাবিক জামিনের ঘটনায় দুদকের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট।
আজ রবিবার সকালে পার্থ গোপালের জামিনের বিষয়টি হাইকোর্টের একটি বেঞ্চের নজরে আনা হয়।
এ সময় আদালত বলেন, তারা বিষয়টি জানেন না। যেহেতু মামলাটি দুদকের কাজেই তাদের পদক্ষেপ জানা প্রয়োজন। ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে গত বৃহস্পতিবার জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন। বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে জামিননামা পৌঁছায় কারাগারে। শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে যান পার্থ গোপাল। বৃহস্পতিবার পার্থের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে চৌঠা নভেম্বর ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল।