পরীমনির মামলায় নাসিরের মুক্তি চান জাপা এমপি টিপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ এএম, ১৮ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদের মুক্তি চাইলেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। গত মঙ্গলবার সংসদে নাসির উদ্দিন মাহমুদের পক্ষে সাফাই গেয়ে জাতীয় পার্টির আরেক সদস্য তাকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন।
গোলাম কিবরিয়া টিপু বলেন, গত কয়েকদিন ধরে একজন চিত্র নায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। আমি তাকে ছাত্র অবস্থা থেকে জানি। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে কর দেন। টিপু বলেন, ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তিনি অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে। এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদেন রাখবো, আইন আইনের মতো চলবে। অনতিবিলম্বে নাসির মাহমুদকে যাতে এইসব থেকে অব্যাহতি দেয়া হয়। আইন চলবে, তাকে যেন মুক্তি দেয়া হয়। পরীমনি অভিযোগ করেছেন, গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন নাসির। তখন তাকে মারধরও করা হয়। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন নাসির।
তিনি বলছেন, ক্লাবে সেদিন পরীমনি ‘জোর করে দামি মদ নিতে গেলে’ বাধা দিয়েছিলেন তিনি। তাতে ওই অভিনেত্রী উত্তেজিত হয়ে তাকে ‘আক্রমণ’ করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে বের করে দেয়। নাসির মাহমুদ ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। ক্লাবটির কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি। গ্রেফতার হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়।
টিপু তার বক্তব্যে বলেন, আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, ওই নায়িকা গুলশানে একটি ক্লাবে কতগুলো চেয়ার ভাঙছে, প্লেট ভাঙছে, পেপার ওয়েট ভাঙছে। সরকরের কাছে আশা করবো যাতে ব্যাপারটা ঠিক মতো দেখে। টিপু টিকটক বন্ধে আইন করার দাবি জানিয়ে বলেন, যুব সমাজ এই টিকটক দিয়ে বেহায়াপনা করছে। আমরা ঢাকার বাইরে গেলেও দেখি। কিছু বলতে পারি না। তাতে হিতে বিপরীত হতে পারে। এটা আইন করে ব্যান্ড করা উচিত।