আতালান্তাকে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জুভেন্টাসের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৩৪ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:০০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গোটা মৌসুমে ব্যর্থতা সঙ্গী হয়েছে জুভেন্টাসের। এবার আন্দ্রে পিরলোর অধীনে প্রথম সাফল্যের দেখা পেলো তুরিনের ক্লাবটি।
গতকাল বুধবার (১৯ মে) রাতে মাপেই স্টেডিয়ামে ফাইনালে আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে ১৪তম কোপা ইতালিয়া শিরোপা ঘরে তুললো ক্রিস্টিয়ানো রোনালদোরা।
দেজান কুলুসেভস্কির গোলে জুভেন্টাস লিড নেয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ফেদেরিকা চিয়েসা। ম্যাচের তৃতীয় মিনিটেই বিপদে পড়তে পারতো জুভেন্টাস। আতালান্তার পালোমিনোর শট প্রতিহত হওয়ার দুই মিনিট পর কাছ থেকে দুভান সাপাতার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।
পঞ্চদশ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো আতালান্তার ডি-বক্সের ঠিক সামনে ফাউলের শিকার হন। ফ্রি-কিক পেয়ে পতুর্গিজ সুপারস্টারের শট ডিফেন্সে বাধা পায়। ৩১ মিনিটের মাথায় লিড নেয় জুভেন্টাস। ডি-বক্সে রোনালদো ঢুকলেও বাধার মুখে পারেননি বল ধরে রাখতে। প্রতিপক্ষও পারেনি বিপদমুক্ত করতে।
সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শটে স্কোর করেন কুলুসেভস্কি। বিরতিতে যাওয়ার আগেই অবশ্য সমতায় ফেরে আতালান্তা। ৪১তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডডার মালিনভস্কি।
দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের আক্রমণে ধার বাড়ে। ৬০তম মিনিটে চিয়েসার শট পোস্টে বাধা পাওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে জুভরা। ১৩ মিনিটের ব্যবধানে গোল করেন চিয়েসা। ৭৩তম মিনিটে ইতালিয়ান স্ট্রাইকারের গোলেই জয় নিশ্চিত হয় তুরিনের বুড়িদের।
চলতি মৌসুমে জুভেন্টাসের দ্বিতীয় শিরোপা এটি। গত জানুয়ারিতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল দলটি। মৌসুমে দ্বিতীয় চেষ্টায় আতালান্তাকে হারালো জুভেন্টাস।
সিরি আ’য় প্রথম দেখায় ১-১ গোলের ড্র্রয়ের পর গত এপ্রিলে দলটির মাঠে ১-০ গোলে হেরেছিল আন্দ্রে পিরলোর শিষ্যরা।