মেসির রেকর্ড গড়া বুট নিলামে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৮ পিএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ১০:২৬ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোল করার রেকর্ড লিওনেল মেসির দখলে। রিয়াল ভায়োদলিদের বিপক্ষে গোল করে অনন্য এ নজির গড়েন আর্জেন্টাইন সুপারস্টার। সেই ম্যাচে মেসির পরিহিত বুটজোড়া নিলামে তোলা হচ্ছে।
যার পুরো অর্থই বার্সেলোনার অসুস্থ শিশুদের চিকিৎসায় খরচ করা হবে। এ ছাড়াও দক্ষিণ আমেরিকার ফুটবলারদের জন্য করোনা ভাইরাসের ৫০ হাজার টিকার ব্যবস্থা করতে লিওনেল মেসি পদক্ষেপ নিয়েছেন বলে গণমাধ্যমের খবর।
চীনা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সিনোভ্যাককে নিজের সই করা তিনটি আর্জেন্টিনার জার্সি পাঠিয়েছেন তিনি।
গত বছরের ২২ ডিসেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সার তৃতীয় গোল করে রেকর্ড গড়েন মেসি। কাতালানদের জার্সিতে সেটি ছিল তার ৬৪৪তম গোল, যা এক ক্লাবের হয়ে রেকর্ড সর্বোচ্চ গোল। ওই জুতো জোড়া পরে সান্তোসের পেলের গড়া ৬৪৩ গোলের রেকর্ড ভেঙেছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।
মেসি শুরুতে এই বুট প্রদর্শনীর জন্য দিয়েছিলেন স্থানীয় ন্যাশনাল আর্ট মিউজিয়ামে। তার পরই তারা নিলাম প্রক্রিয়া শুরু করেছে। সেখান থেকে পাওয়া অর্থ দেওয়া হবে বার্সেলোনার ভল হেব্রন ইউনিভার্সিটির কলা ও স্বাস্থ্য প্রকল্পে, যা দিয়ে চিকিৎসা সহায়তা দেওয়া হবে শিশুদের।
নিলাম নিয়ে বার্সার শীর্ষ গোলদাতা বলেছেন, ‘একই ক্লাবের হয়ে রেকর্ড ৬৪৪ গোল করা আমাকে অনেক আনন্দিত করেছিল। কিন্তু যেসব শিশু তাদের জীবন বাঁচাতে লড়ছে তাদের জন্য কিছু করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমরা আশাবাদী নিলাম থেকে দারুণ সাড়া পাওয়া যাবে এবং এই পদক্ষেপ কাজে লাগবে। আমার এই গুরুত্বপূর্ণ কাজে সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।’
আগামী ১৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিলামে থাকবে মেসির জুতো জোড়া। ধারণা করা হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার ইউরোতে বিক্রি হবে এগুলো। অ্যাডিডাস নেমেসিস মেসি ১৯.১ বুটের দুটিতেই মেসির সই আছে। তাতে ছোট ছোট করে লেখা আছে মেসির স্ত্রী, তিন সন্তানের নাম ও জন্মতারিখ।