বিয়ে বিতর্ক সামলে নাসিরের দুর্দান্ত পারফরম্যান্স
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:১৯ পিএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
ঘরোয়া লিগে এক বছর মাঠের বাইরে ছিলেন আলোচিত-সমালোচিত অলরাউন্ডার নাসির হোসেন।
২২ গজে অনুপস্থিত থাকলেও বিয়ে নিয়ে আলোচনার শিরোনাম ছিলেন। বিষয়টি নিয়ে এখনও বিতর্কে ঝড়ে বিধ্বস্ত তিনি।
এরই মধ্যে জাতীয় লিগ এনসিএল দিয়ে মাঠে ফিরেছেন। লিগ শুরুর আগে নাসির হোসেন ঘোষণা দিয়েছিলেন- এনসিএলের ছয় ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান সংগ্রহের। বাইরের ঘটনার প্রভাব ২২ গজে পড়তে দিবেন না।
কথা রেখেছেন নাসির। রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে একাই লড়াই করলেন। বিয়ের বিতর্ক সামলে প্রথম শ্রেণির ক্রিকেটে নাসির পেলেন দারুণ এক সেঞ্চুরি।
গতকাল ৯৩ রানে অপরাজিত থাকা নাসির আজ সেঞ্চুরি উদ্যাপন করলেন।
জাতীয় লিগের প্রথম রাউন্ডে সাভারে বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছেন নাসির। বুধবার ব্যাট হাতে নেমে সাবলিল ঢঙে শতক তুলে নেন এই অলরাউন্ডার।
২৫০ বল খেলে ৩৩০ মিনিটের এই সেঞ্চুরিতে ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় সাজিয়েছেন নাসির। দুর্দান্ত খেলতে থাকা ইনিংসটি অবশ্য লম্বা করতে পারেননি।
আউট হয়ে যান আরও ১৫ রান যোগ করে। সালাউদ্দিন শাকিলের বলে ব্যক্তিগত ১১৫ রানে বোল্ড হন নাসির। তার আউটের পর রংপুরের ইনিংসও শেষ হয়ে যায় ২৩০ রানে।
এর আগে প্রথম ইনিংসে জাতীয় দলের টেস্ট ওপেনার সাইফ হাসানের অনবদ্য ১২৭ আর নাদিফ চৌধুরীর ৬৯ রানে ঢাকা বিভাগ ৩৬৫ রান তোলে । সে হিসেবে ১৩৫ রানের লিড পেয়েছে ঢাকা। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন নিয়েছেন ৪ উইকেট।