কিউই শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন রস টেলর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৩ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২০ এএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
বাঁ কনুইয়ের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার নতুন দুঃসংবাদ পেলো কিউই শিবির। দলের আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার রস টেলরকেও বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে না ব্ল্যাক ক্যাপসরা। তবে টেলরের এ ছিটকে যাওয়া মাত্র এক ম্যাচের জন্য। বাম হ্যামস্ট্রিংয়য়ে চির ধরার কারণে ২০ মার্চ অনুষ্ঠেয় প্রথম ওয়ানডে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে টেলরকে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গেল ১১ মার্চ প্লাঙ্কেট শিল্ডে তার দল সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন টেলর। ডানেডিনে তার চিকিৎসা ও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। কিউই কোচ গ্যারি স্টিড অবশ্য ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে টেলরকে দলে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
স্টিড বলেন, সিরিজের ঠিক আগে রসের সঙ্গে যা হয়েছে তা হতাশাজনক। তবে এটা ছোট্ট একটা চির মাত্র। আমরা আশা করছি, কিছুটা বিশ্রাম আর পুনর্বাসনের মধ্যে গেলেই ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে ফিরতে পারবে সে। একইসঙ্গে অলরাউন্ডার মার্ক চ্যাপম্যানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ বলেন, শেষ কিছু দিনে টি-টোয়েন্টিতে মার্ক যেভাবে খেলেছে, তাতে ওয়ানডেতে তার ডাক পাওয়াটা রোমাঞ্চকর। একাদশে অন্তর্ভুক্ত হলে তার পারফরমেন্সের ব্যাপারে আমি খুবই আশাবাদী। আগামী ২০ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।