এবারও হচ্ছে না বিপিএল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৮ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৩২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
করোনার কারণে বিশ্বের বড় বড় সব ক্রীড়া ও ক্রিকেট আসরের মত বিপিএল আয়োজন আটকে গিয়েছিল। এখন অবস্থা যা, তাতে করে ২০২১ সালেও বিপিএল আয়োজনের সম্ভাবনা খুব কম। আসলে নেই বললেই চলে।
লক্ষণ কিন্তু তেমনই। সব কিছু ঠিক থাকলে ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের ক্রিকেটারদের। প্রথমে দেশের মাটিতে প্রেসিডেন্টস কাপ ওয়ানডে দিয়ে শুরু। তারপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেই ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে টেস্ট সিরিজে অংশগ্রহণ। এর রেশ না মিটতেই নিউজিল্যান্ড চলে যাওয়া। সেখান থেকে ফেরার অল্প কদিনের মাথায় আবার শ্রীলঙ্কায় রয়েছে টেস্ট সিরিজ। সেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে আবার ঘরের মাঠে লঙ্কানদের সাথে ওয়ানডে আর টি-টোয়েন্টি ফিরতি সিরিজ।
এদিকে জাতীয় দল নিউজিল্যান্ড থাকা অবস্থায়ই মার্চের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে জাতীয় লিগ এনসিএল। এরপর মে মাসে ঢাকার ক্লাব ক্রিকেটের মূল আসর প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাবনাও অনেক বেশি।
এভাবেই কাটবে সময়। এরপরও ব্যস্ত সূচি সামনে। তাহলে বিপিএলের ভবিষ্যৎ কি? বিপিএল হবে কবে, কখন? আয়োজক, ব্যবস্থাপকরা কী ভাবছেন? সম্ভাব্য সময় ও সূচি কি ঠিক হয়েছে?
ক্রিকেট অনুরাগী ও ভক্তদের এ কৌতূহলী প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে দুঃসংবাদ। ২০২১ সালে সম্ভবত আর বিপিএল হবে না। অন্য কোন কারণে নয়। জাতীয় দলের ব্যস্ততার জন্যই নভেম্বর ও ডিসেম্বরে বিপিএল আয়োজন সম্ভব নয়। তবে সব ভালোয় ভালোয় চললে বিপিএল হবে আগামী বছরের শুরুতেই, জানুয়ারিতে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন এ তথ্য। মল্লিক বলেন, ‘আমরা ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে দুদিন মিটিং করেছি। জাতীয় দলের যে ব্যস্ত সূচি, এর ফাঁকে ফাঁকে ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে হচ্ছে। এর মধ্যে আমাদের ঢাকা লিগ আছে। জাতীয় লিগ এবং বিসিএল ও বিপিএল আছে। এখন পর্যন্ত ক্যালেন্ডার ফাইনাল হয়নি। তবে প্রাথমিক সিদ্ধান্ত, মার্চে এনসিএল এবং মে মাসে ঢাকা লিগ শুরু করব। সব আলোচনার পর সিদ্ধান্ত হবে।’
এ বছর মানে ২০২১ সালে বিপিএল হবে কি হবে না? এ প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘বিপিএল এবার হচ্ছে কি না, সেটা আমরা সূচি দেখে বলতে পারব। আপাতত দুটি উইন্ডো খোলা আছে। একটা নভেম্বরে, অন্যটি ডিসেম্বরে। কিন্তু ঐ দুই মাসে বিপিএল আয়োজনের সম্ভাবনা খুব কম। কেননা নভেম্বরে আবার জাতীয় দলের পাকিস্তানে যাওয়ার কথা আছে। আর ডিসেম্বরে নিউজিল্যান্ড আসার কথা সম্ভবত। সেখানে বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে।’