টোকিও অলিম্পিকে থাকছে না বিদেশি দর্শক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৪ এএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:১১ এএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
করোনার কারণে এক বছর পিছিয়েছে টোকিও অলিম্পিক। এ বছরের মাঝামাঝিতে স্থগিত সেই ক্রীড়া আসরটি শুরু হওয়ার কথা। তবে করোনার ভয় তো এখনও কাটেনি। তাই টোকিও অলিম্পিক এবং প্যারাঅলিম্পিকে বিদেশি দর্শকদের ঢুকতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাপান। টোকিওভিত্তিক সংবাদ সংস্থা ‘কায়োডো’ জানিয়েছে এই খবর।
করোনার কারণে এক বছর পেছানো টোকিও অলিম্পিক চলতি বছর ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হওয়ার কথা। প্যারাঅলিম্পিক চলার কথা ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
‘কায়োডো’ জানিয়েছে, করোনা নিয়ে জাপানিজ জনগণের উদ্বেগের কারণে বিদেশি দর্শকদের এবার টোকিও অলিম্পিকে প্রবেশের অনুমতি দিতে পারবে না সরকার। কেননা করোনার নতুন ধরন এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
জাপানে একটি জরিপে দেখা গেছে, দেশের ৭৭ ভাগ জনগণ টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকের অংশগ্রহণের বিপক্ষে। মাত্র ১৮ ভাগ বলেছেন, বিদেশিদের নিয়ে তাদের সমস্যা নেই।