চট্টগ্রামে ম্যাচ চলাকালে আইরিশ ক্রিকেটারের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:০৫ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলছিল।
ম্যাচ চলাকালেই খবর আসে করোনা পজিটিভ হয়েছেন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস। সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে নেয়া হয় এবং ম্যাচ বাতিল করে দেয়া হয়।
প্রিটোরিয়াস দুই দলের চার দিনের প্রস্তুতি ম্যাচেও উলভসের স্কোয়াডে ছিলেন। বাংলাদেশে আসার পর নিয়মিত করোনা পরীক্ষায় এতদিন নেগেটিভও ছিলেন। তবে সর্বশেষ করোনা পরীক্ষায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান জড়ো করে স্বাগতিকরা। এরপরই প্রিটোরিয়াসের করোনা পজিটিভ হওয়ার খবর আসে।
ম্যাচে বল হাতে উইকেটও নেন প্রিটোরিয়াস। ১১তম ওভারে ইয়াসির আলীকে ফেরান তিনি।
২৪ বলে মাত্র ৪ রান করেন ইয়াসির।