‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় রোনালদো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ এএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:৪৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিওকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বললেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তার মতে, প্রত্যেকে তার ক্যারিয়ারের সেরা সময়ে রোনালদোর মতো খেলতে চান। অনন্য প্রতিভা আর নৈপুণ্য দিয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখতেন রোনালদো। ২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ে ৮ গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এছাড়াও রোনালদো তিনবার ফিফা বর্ষসেরা ও দুটি ব্যালন ডি’অর জেতেন। তাই রোনালদোর চেয়ে সেরা আর কাউকে মনে করেন না সুইডিশ ফরোয়ার্ড।
ইব্রাহিমোভিচ বলেন, “আমি সবসময় একটা কথা বলি, কেউ কেউ ফুটবল খেলে, আবার কেউ নিজেই ফুটবলের আরেক নাম। আমার কাছে রোনালদো মানেই ফুটবল। তার খেলা যখন দেখবেন, তখন প্রত্যেকে চায় তার মতো খেলতে এবং তার মতো হতে।”
ইব্রাহিমোভিচ আরো বলেন, “তিনি যেভাবে মাঠে দৌড়ান, যেভাবে পা ফেলেন, মনে হয় যেন একটা সাপ। আমার কাছে তিনিই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।” সূত্র : গোলডটকম