কাপাসিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ এএম, ২১ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১০:০৫ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ফাইনাল রশিটান খেলায় অংশগ্রহণ করেন খিরাটি রশিটান একাদশ বনাম বেহাইদুয়ার রশিটান একাদশ ।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার পিরিজপুর দিগুলী পাড়ায় বিকালে অনুষ্ঠিত খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফ কাজলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল।
উদ্বোধক ছিলেন আই বি এম এস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল করিম খান প্রিন্স। পৃষ্ঠপোষক ছিলেন রামপুর উচ্চ বিদ্যালয় ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম আমান, কাপাসিয়া ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।পুরস্কার বিতরণের উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোয়াইব হজ্জ্ব ট্রাভেলস সার্ভিসের প্রোপাইটর মোঃ সোয়াইব খান, সার্বিক তত্ত্বাবধানে মোঃ রফিকুল ইসলাম খান।
ফাইনাল খেলায় বেহাইদুয়ার রশিটান একাদশকে পরাজিত করে খিরাটি রশিটান একাদশ বিজয়ী হন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে গরু ও ছাগল বিতরণ করেন।