করোনার টিকা নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:০৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নিউজিল্যান্ড সফরের আগে নিজেদের করোনা ভাইরাসের টিকা নিয়ে নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টিকা নিতে ঢাকার কুর্মিটলা হাসপাতালে গিয়েছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। প্রথমে নিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক তামিম ইকবাল জানান, এখানকার পরিবেশ খুব সুন্দর। ভ্যাকসিন নিয়েছি কোনো সমস্যা হয়নি। সবাইকে ভ্যাকসিন নেওয়্যার আহ্বান জানাচ্ছি।
করোনার কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পর পুরো দলকে জৈব সুরক্ষা বলয়ে একসঙ্গে হোটেলে থাকতে হবে। এজন্য সময় বিবেচনা করেই টাইগারদের করোনার টিকা নেওয়ার বিষয়ে এত গুরুত্ব দিচ্ছে বিসিবি। এর আগে গত সোমবার টিকা নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী ১৯ মার্চ ডুনেডিনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি।