সাকিব-তামিমের গুরু ফাহিমের ক্ষোভ, ফারুকের সাথে দ্বন্দ্ব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ০৮:৩৮ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
কদিন আগেই বিপিএলের উদ্বোধনী ম্যাচে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসেছিল।
এবার জানা গেল বিসিবি সভাপতির দুর্ব্যবহারের শিকার হয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
বোর্ডপ্রধানের এমন আচরণে ক্ষুব্ধ তিনি। ইঙ্গিত দিয়েছেন বোর্ড থেকে সরে দাঁড়ানোরও।
নাজমুল ফাহিমের ভাষ্য, তিনি জানেন না কেন বিসিবি প্রেসিডেন্ট তার ব্যাপারে কমেন্ট করেছেন। তবে তিনি খুব অবাকও হয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি মোটেই আশা করেননি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।
বোর্ডপ্রধানের এমন আচরণে হতাশ ফাহিম। বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেন, তার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে তিনি যে ভূমিকা রাখতে পারবেন বা কথা বলতে পারবেন, তা বোর্ডে থেকে সম্ভব না। তিনি যদি বোর্ডে থাকেন, তাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারেন, তারচে ভালো বাইরে থাকা।
আলাপের এক পর্যায়ে বোর্ডে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া না পাওয়ার কথাও তুলেছেন তামিম-সাকিবদের গুরু ফাহিম।