

ঢাকা টেস্ট, দিনের শুরুতে ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৫ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২৮ এএম, ৪ জুন,রবিবার,২০২৩

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দশ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে দিচ্ছেন রাহী-তাইজুলরা। দুজনের বলের সামনে টিকতে পারছেন না ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে দিনের শুরুতে পঞ্চম ওভারে বাংলাদেশকে সাফল্যে ভাসালেন পেসার আবু জায়েদ রাহী। তার সোজা ডেলিভারীতে বল মিস করে এলবিডব্লিউ হন ওয়ারিক্যান। ২২ বলে ২ রান করেন তিনি।
আগের টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ভয়ঙ্কর মায়ার্সকে এবার দাঁড়াতে দেননি রাহী। ব্যক্তিগত ৬ রানেই তাকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন রাহি। দিনের শুরুতেই রাহির জোড়া আঘাতে স্বস্তিতে বাংলাদেশ।
ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।