সুপার ফোরে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:৪৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ।
১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা।
এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশের মেয়েরা।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। কিন্তু জবাব দিতে নামা মালেশিয়াকে স্রেফ দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। মাত্র ১৪.৫ ওভারে স্বাগতিকদের ২৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। তাতে ১২০ রানের বিশাল জয় নিয়ে এশিয়া কাপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে বল হাতে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট নেন। আর লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।