মিরপুর টেস্ট, ফলোঅন এড়াতে লড়ছেন মিরাজ-লিটন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৫৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মিরপুর টেস্টের তৃতীয় দিনে মুশফিক-মিথুনে ভর করে ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রত্যাশায় গুড়েবালি দিয়ে ফিরে যায় মিথুন। সবার নজর তখন মুশফিকের দিকে। কিন্তু দলের চাপের মুখে অযথা রিভার্স সুইপ করতে যেয়ে প্রতিপক্ষকে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান। ফলে ফলেঅন এড়ানোটাই বাংলাদেশের জন্য এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
তৃতীয় দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে স্বাগতিকদের আরও ২৯ রান করতে হবে। মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস ৭১ বলে ২৬ রানের জুটি গড়ে কিছুটা আশা দেখাচ্ছে।
এর আগে ব্যক্তিগত ৫৪ রানে রাকিম কর্নওয়ালের বলে মায়ার্সের হাতে ক্যাচ দেন মুশফিক। এদিন ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি পান মুশফিক। তার আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৬২ রান। মুশফিকের মতোই রাকিম কর্নওয়ালের বলে ১৫ রান করে আউট হন মোহম্মদ মিথুন।
দ্বিতীয় দিনের শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই গ্যাব্রিয়েলের শিকারে পরিণত হন ওপেনার সৌম্য সরকার। চার বল খেলে রানের খাতা না খুলে মিড উইকেটে কাইল মায়ার্সকে ক্যাচ দেন সৌম্য। গ্যাব্রিয়েল তার দ্বিতীয় ওভারে শিকার করেন শান্তকে। ২ বল খেলে ৪ রান করে গালিতে এনক্রুমাহ বোনারের ক্যাচ হন বাংলাদেশি ব্যাটসম্যান।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। তামিম ইকবালের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। কিন্তু ৩৯ বলে ২১ রান করে রাকিম কর্নওয়ালের বলে ডা সিলভার হাতে ক্যাচ দেন তিনি। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। দলীয় ৪১ রানে ব্যক্তিগত ৪৪ রান করে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। আলহারি জোসেফের বলে শেইন মোসলের হাতে ক্যাচ তুলে দেন তামিম। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ও মোহম্মদ মিথুন কোনো মতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।