ঢাকা টেস্টেও মাঠে নামতে পারবে না সাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ এএম, ৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:২১ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। ইনজুরির কারণে আসন্ন ঢাকা টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে উরুর চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। টেস্টের বাকি দুই দিন দর্শক হিসেবে ছিলেন তিনি। তার ফলটা হাতে নাতে পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে অকল্পনীয়ভাবে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সাকিবের ছিটকে যাওয়ার খবর বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। সাকিবের পরিবর্তে কে খেলবে, তা এখনো জানায়নি বিসিবি।
চট্টগ্রাম টেস্টে পুরনো চোট নিয়ে খেলতে নেমেছিলেন সাকিব। বল হাতে করেন মাত্র ৬ ওভার। তার আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে অবশ্য আলো ছড়ান তিনি। খেলেন ৬৮ রানের দারুণ ইনিংস।
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট।