রাওয়ালপিন্ডি টেস্ট
জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ পিএম, ৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা। পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হকের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তেই আছে বাংলাদেশ।
দুই টাইগার ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।
জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন ৬৩ রান। শান্ত ৬৮ বলে ৩৩ ও মুমিনুল ৪৬ বলে ২০ রানে অপরাজিত আছেন।