চট্টগ্রাম টেস্ট, বড় লিডের পথে টাইগাররা, মুমিনুলের ফিফটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০১ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১২:২৬ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনের প্রথম ভাগে অর্ধশতক তুলে নিয়েছেন মুমিনুল হক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক।
আজ শনিবার সকালে চতুর্থ দিনের শুরুতে ৮৬ বলে পঞ্চাশের মাইলফলকে পৌঁছান তিনি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। দলীয় সংগ্রহে মাত্র ২৬ রান যোগ করতেই ৩০তম ওভারে আগের দিনে জোড়া আঘাত হানা কর্নওয়ালের এলবিডাব্লিয়ের শিকার হন মুশফিকুর রহিম। ৪৮ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাঠে মুমিনুলের সঙ্গী হন লিটন দাস। তাকেই নিয়েই দলের হাল ধরেন মুমিনুল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ৮৩ রান।
এর আগে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে এক ওভারেই তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। দুজনকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়াল। তামিম ৪ বল খেলে এলবিডাব্লিউ হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। আর দুই বল খেলে স্লিপে দাঁড়ানো জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দেন শান্ত। এদিন দুই বলের ব্যবধানে দুজন ডাক মেরেছেন।
শান্ত-তামিমের পর দ্রুত ফিরে যান সাদমান ইসলাম। দলীয় ৩৩ রানে শ্যানন গ্যাব্রিয়ের বলে দা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে তিনি ৪২ বলে ৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রাম সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান। বিশাল এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৯ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।
আগের দিনের ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল। সেই ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা।