প্রথম জয়ের স্বাদ পেতে খুলনার লক্ষ্য ১৩০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩২ পিএম, ১৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:১৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রংপুর রাইডার্সকে স্বল্প রানেই আটকে দিলো খুলনা টাঅগার্স। শেষ বলে অলআউটব হবার আগে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৯ রানেই থেমে যায় রংপুরের ইনিংস। ফলে আসরে প্রথম জয়ের স্বাদ পেতে খুলনাকে করতে হবে মাত্র ১৩০ রান। অবিশ্বাস্য কিছু না ঘটলে প্রথমবারের মতো হাসিমুখে মাঠ ছাড়বেন তামিম ইকবালরা।
এইদিন সমান ৩টি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে দুই দল। তবে রংপুরের একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। জানা যায় চোটে পড়েছেন তিনি। ফলে তার বদলে রংপুরের হয়ে টস করতে আসেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। যেখানে টসে হেরে ব্যাট করতে নামতে হয় তার দলকে।
আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হবার আগেই রনি তালুকদারের উইকেট হারায় রংপুর, ০ রানে ফিরেছেন এই ব্যাটার। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি নাইম শেখ, ফেরেন ১৩ রান করে। তবে এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলতে নামা আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ২৫ রান।
১১.৪ তম ওভারে দলীয় ৭৪ রানে চতুর্থ উইকেটটিও হারিয়ে ফেলে রংপুর, ১৪ বল থেকে মাত্র ৯ রান করে ফেরেন অধিনায়ক শোয়েব মালিক। তবে একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন শেখ মেহেদী। পারভেজ ইমনের সাথে ২৯, শোয়েব মালিকের সাথে ২৩ ও মোহাম্মদ নাওয়াজের সাথে গড়েন ১৮ রানের জুটি। আউট হবার আগে খেলেন ৩৪ বলে ৩৮ রানের ইনিংস। মাঝে শামিম পাটোয়ারী আউট হন ৯ বলে ৪ রান করে।
দ্রুত উইকেট হারানোর সাথে কমতে থাকে রানের গতিও। তবে ১৯তম ওভারে মোহাম্মদ সাইফুদ্দীনের ওভারে ১৭ রান আসলে বলের সাথে রান এগিয়ে যায়। যেখানে বড় ভূমিকা রাকিবুল হাসানের, ৭ বলে ১২ রান করেন এই স্পিনার। তাছাড়া নাওয়াজ ১১ বলে ৫, ওমরজাই ৯ ও হাসান মাহমুদ করেন ১ রান। ০ রানে রান আউট হয়েছেন হারিস রউফ।
বল হাতে খুলনার হয়ে উজ্জ্বল ছিলেন পেসাররা। ওয়াহাব রিয়াজ মাত্র ১৪ রানে ৪ উইকেট ও আহমাদ বাট ১৬ রানে শিকার করেন ৩ উইকেট। নাহিদুল ইসলামের ঝুলিতে যায় ২ উইকেট।