খুশি করতে দুবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৪ এএম, ২১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৩৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গত সেপ্টেম্বর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তার কারণে সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগ মুহূর্তে এমনটি করায় ভীষণ সমালোচনার মুখে পড়তে হয় কিউইদের। এবার প্রায়শ্চিত্তের পথ বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাবর আজমদের খুশি করতে ২০২২ ও ২০২৩ সালে দুবার পাকিস্তান সফর করবে তারা।
প্রথম সফরে দুই দল ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে মুখোমুখি হবে। এই সময় দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলা হবে। টেস্টগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত, ওয়ানডে খেলা হবে সুপার লিগের অধীনে। তার পর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয় দফা পাকিস্তান যাবে নিউজিল্যান্ড। এবার ৫ ওয়ানডের সঙ্গে খেলা হবে ৫ টি-টোয়েন্টি। এই সফরটি আবার সুপার লিগের অধীনে খেলা হবে না। শুধুমাত্র র্যাঙ্কিং পয়েন্ট বিবেচনায় নেয়া হবে।
দুটি সফরের প্রথমটি ভবিষ্যৎ সফর সূচিতে আগে থেকেই ছিল। শুধু দ্বিতীয় সফরটি নিউজিল্যান্ড ‘ক্ষতিপূরণ’ হিসেবে খেলতে রাজি হয়েছে। সে কারণেই এই সিরিজে বাড়তি দুটি ওয়ানডে যোগ করা হয়েছে।