দ্রুততম ৪০০০ রানের রেকর্ড গড়লেন সাকিব!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৭ এএম, ৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৭ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে রান ও উইকেটের নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে হার এড়াতে লড়াই করে চলছে বাংলাদেশের টাইগাররা। ভরসা বলতে শুধুই আল হাসান। তবুও ভয়হীন ব্যাটিং করেন এ অলরাউন্ডার। সাজিদ খানকে ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে সাকিবের ৪ এবং সেইসাথে টেস্ট ক্রিকেটে সাকিবের ৪ হাজার রান।
বাংলাদেশ ক্রিকেটের ৩য় ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান পূর্ণ করলেন টাইগার সাকিব। আর এর মধ্যেই গড়লেন নতুন বিশ্বরেকর্ড। ৫৯ টেস্ট ম্যাচ খেলে ৪০০০ রান ও ২০০ উইকেট নেয়ার অনন্য নজির গড়লেন তিনি। এর আগে সর্বোচ্চ ছিলো ইয়ান বোথামের (৬৯ টেস্ট)।
প্রথম ইনিংসে সাকিব করেছিলেন ৩৩ রান, ২য় ইনিংসে যখন ব্যাট করতে নামছেন তখন তার নামের পাশে ৩৯৬৭। ৪ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ৩৩ রান, তার চেয়েও বড় ব্যাপার দলকে হারের মুখ থেকে বাঁচাতে প্রয়োজন একটা বড় জুটিরও। সেই জুটিটাই গড়েছেন মুশফিকুর রহিমকে নিয়ে।
কিন্তু চা-বিরতির ঠিক আগমুহূর্তে ৪৮ রানে মুশফিক রানআউট হওয়ায় বিপদে বাংলাদেশ। শেষ ভরসা ছিল সাকিব। টেস্ট ক্রিকেটে পূর্ণ করেন নিজের ৪ হাজার রান, কতোটুকু আত্মবিশ্বাস জোগাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে সেটা সময়ই বলে দেবে।