অনন্য রেকর্ড গড়লেন রস টেলর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪০ এএম, ২৮ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০১:৪০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে অনন্য রেকর্ড গড়লেন রস টেলর। দেশটির হয়ে তিন ফরমেট মিলিয়ে সবচেয়ে বেশি খেলার রেকর্ড করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে এই রেকর্ডের অংশীদার হন টেলর। এই রেকর্ড করার পথে টপকে গেছেন ড্যানিয়েল ভেট্টরিকে। তার আগে ছাড়িয়েছেন ব্রেন্ডন ম্যাককালামকেও।
২০০৬ সালের ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। পাকিস্তানের বিপক্ষে খেলতে নামা ম্যাচটি তার ১০৪তম টেস্ট ম্যাচ।
এ ছাড়া জাতীয় দলের হয়ে ২৩২টি ওয়ানডে এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের জার্সিতে তিন ফরমেটে সব মিলিয়ে তার ম্যাচ সংখ্যা ৪৩৮টি।
এ প্রসঙ্গে টেলর বলেন, নিজের দেশের জন্য খেলা একটি বিশেষ মুহূর্ত। দেশের হয়ে সবচেয়ে বেশিবার মাঠে নামা এবং রেকর্ডটা নিজের করে নেয়া দারুণ ব্যাপার এবং বিশেষ মুহূর্ত। দলের সবাই অভিবাদন জানিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।