টি-টেন লিগে বাংলাদেশ থেকে খেলবেন যারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫২ এএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০১:২৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নতুন বছরের শুরুতেই হতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগের তৃতীয় আসর। ছোট ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ও নাসির হোসেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। টাইগার এই অলরাউন্ডার খেলবেন মারাঠা অ্যারাবিয়ানসের হয়ে। এই দলে ডাক পেয়েছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদও। এই দলের আইকন শোয়েব মালিক, ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টানার পর যোগ করেছে ইংল্যান্ডের লরি এভান্সকে।
এরপর তরুণ অলরাউন্ডার আফিফকে ডাকে বাংলা টাইগার্স। প্লেয়ার্স ড্রাফটের শেষদিকে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসানকে দলে ভেড়ায় বাংলা টাইগার্স। দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস।
চোট আর ফর্মহীনতা সাম্প্রতিক সময়ে বেশ ভুগিয়েছে নাসির হোসেনকে। তারকা এই ক্রিকেটার খেলতে পারেননি বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। তবে আবুধাবি টি-টেন দল পেয়েছেন বাংলাদেশি জাতীয় দলের হয়ে খেলা এই অলরাউন্ডার। নাসিরকে নিয়েছেন পুনে। তার দলে আছেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্থা মেন্ডিসের মতো ক্রিকেটাররা।
ড্রাফটে বাংলাদেশ থেকে আরও আছেন মাহমুদউল্লাহ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।