পেলেকে ছাড়িয়ে রেকর্ড নিজের করে নিলেন মেসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৩ এএম, ২৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৮:১৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে ক্লেমোঁ লংলে, মার্টিন ব্রাথওয়েট ও লিওনেল মেসি একটি গোল করেন। এই গোলের মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি।
এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন লিওনেল মেসির। সান্তোসের হয়ে ৬৬৫ ম্যাচে ৬৪৩টি গোল করেছিলেন পেলে। গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক গোল করে ‘কালো মানিক’খ্যাত সর্বকালের অন্যতম সেরা পেলেকে ছুঁয়েছিলেন মেসে। আর আজ আরেক গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন তিনি।
ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৬৫ ম্যাচে পেলে সর্বোচ্চ ৬৪৩ গোল করেন। আর মেসি বার্সার হয়ে ৭৪৯ ম্যাচে ৬৪৪তম গোল করেন।
ভায়াদোলিদের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচের ২১ মিনিটে ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেন। পরে ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। আর ম্যাচের ৬৫তম মিনিটে নিজের রেকর্ড গড়া গোলটি করেন লিওনেল মেসি।