যেসব চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০৮ পিএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অপেক্ষার পালা শেষ। এবার হবে শুধু চার-ছক্কার ধুন্ধুমার লড়াই। পর্দা উঠার অপেক্ষায় ‘আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০২১।’
আজ রবিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় ওমান-পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসর। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
বিশ্বকাপের জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। গ্যালারিতে থাকেন কয়েক হাজার দর্শক। তবে টিভির সামনে থাকে কোটি কোটি সমর্থক। তবে এবারের বিশ্বকাপের প্রেক্ষাপট ভিন্ন। ক্লিন ফিড ইস্যুতে চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে অধিকাংশ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। তাতে করে বিভিন্ন খেলা দেখা দেখে বঞ্চিত হচ্ছেন ক্রীড়ামোদীরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো তারা আদৌ দেখতে পারবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে খুশির খবর হলো বাংলাদেশে বিদেশি স্পোর্টস চ্যানেল বন্ধ থাকলেও দেশি তিনটি চ্যানেলে দেখা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো। বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
এ ছাড়া পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও ভারতের স্টার স্পোর্টস ১ ও ২ এ দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো। তবে ক্লিন ফিড ইস্যুতে এই চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকার ঘোষিত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ক্লিন ফিড নিয়ে চ্যানেলগুলো চলতে পারলে দেখা যাবে। ইতোমধ্যে ক্লিন ফিড নিয়ে ভারতের কয়েকটি চ্যানেল বাংলাদেশে চলতে শুরু করেছে।