গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৯ এএম, ২২ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:২৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
২০২০ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জয় করেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সাফল্যময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরুপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ক্লাব নামের একটি সংগঠন প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে।
৩৫ বছর বয়সী রোনালদোর এই পুরস্কার প্রাপ্তি গত ১ ডিসেম্বরই নিশ্চিত করা হয়েছিল। তবে গতকাল তিনি ট্রফিটি হাতে পেয়েছেন। ট্রফি হাতে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সাথে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।
এ নিয়ে ১৮ বারের মত গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড প্রদান করা হলো। তবে রোনালদো প্রথম পর্তুগীজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কারের গর্বিত মালিক হলেন। এই পুরস্কার জয়ে তিনি পিছনে ফেলেছেন লিওনেল মেসি, রবার্ট লিওয়ানদোস্কি, গিওর্গিও চিয়েলিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও এগুয়েরো, জেরার্ড পিকে, মোহাম্মদ সালাহ ও আরতুরো ভিদালকে।