সাকিবের দুর্ভাগ্য : মোস্তাফিজুর আছে সেরা ফর্মে - রিয়াদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৫ এএম, ৪ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ১১:৫০ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আইপিএলের এবারের আসরেও খেলছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ রাজস্থানের একাদশে নিয়মিত সুযোগ পেলেও কলকাতার একাদশে টানা উপেক্ষিত সাকিব।
সাকিবের এ বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার প্রতিটি ম্যাচেই একাদশে থাকার যোগ্য বলে মনে করেন তিনি।
আইপিএলে কলকাতার প্রথম তিন ম্যাচে খেলেছিলেন সাকিব। এরপর একাদশ থেকে বাদ পড়লে আর খেলা হয়নি।
আইপিএলে ম্যাচ খেলার সুযোগ না পেলেও আমিরাতেই অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের জন্য সাকিব নিজেকে ঠিকঠাকভাবেই প্রস্তুত করছেন বলেই বিশ্বাস রিয়াদের।
এদিকে বল হাতে আবারো স্বমহিমায় ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন কাটার মাস্টার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলেও আলো ছড়াচ্ছেন মুস্তাফিজ। ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে তাই ‘দলের নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন মাহমুদউল্লাহ।
রিয়াদ বলেন, এই মুহূর্তে মোস্তাফিজ টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। র্যাংকিংও যদি দেখেন- ফাস্ট বোলারদের মধ্যেও শীর্ষে আছে। আমাদের দলে সে গুরুত্বপূর্ণ একজন নেতা। সে সবাইকে তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে সহায়তা করে। বাকি পেসাররাও ভালো করছে। তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন ভালো করছে; দলের সঙ্গে রুবেলও আছে।