ফেডারেশন কাপের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮ এএম, ১৪ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০১:৪৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় দেশের শীর্ষস্থানীয় ১৩ ক্লাবের অংশগ্রহণে আগামী ২২ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ালটন ফেডারেশন কাপ-২০২০’ এর এবারের আসর।
আজ রবিবার বাফুফে ভবনে এ উপলক্ষে প্রতিযোগিতার লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি। এছাড়া বাফুফের সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, মো. নুরুল ইসলাম নুরু, টিপু সুলতান ও মহিদুর রহমান মিরাজ।
চার গ্রুপে ভাগ হয়ে ১৩টি দল একে অপরের বিপক্ষে লড়বে। এ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বি গ্রুপের আছে চারটি দল। এগুলো হলো সাইফ স্পোর্টিং ক্লাব লি., আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং উত্তর বারিধারা ক্লাব।
টুর্নামেন্টের সি গ্রুপে আছে বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ এমএফএস। সবচেয়ে কঠিন তথা ডি গ্রুপে আছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
লোগো উন্মোচন ও ড্র’য়ের সময় সেখানে ছিলেন প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। এছাড়া ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইউনুস চৌধুরী এবং ১৩টি ক্লাবের প্রতিনিধিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।