জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিস কেয়ার্নস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ১০:৪৪ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
গুরুতর অসুস্থ নিউ জিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে ভর্তি রয়েছেন তিনি।
গত সপ্তাহে ক্যানবেরায় তার হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। তারপর থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে এলএসইউ-তে রাখা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটা অপারেশন করা হয়েছে। কিন্তু তিনি সে ভাবে সাড়া দিচ্ছেন না।
৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে খেলা কেয়ার্নসকে সিডনির বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
নিউ জিল্যান্ডের জার্সিতে ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন। ক্রিস কেয়ার্নস হলেন প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটার ল্যান্স কেয়ার্নসের পুত্র।
তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। যদিও ২০১৫ সালে লন্ডন আদালত তাকে এই মামলা থেকে অব্যহতি দিয়েছিল।