সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৪ এএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০১:৫৭ পিএম, ১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
ব্যক্তিগত ৫১ রানে মিচেল মার্শকে সাজঘরে ফেরালেন শরীফুল ইসলাম। ৪৭ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা হাঁকান মার্শ। এতে ১৭.১তম ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯৪/৪-এ।
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন নাসুম আহমেদ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দলকে প্রথম উইকেট এনে দেন এই বাঁহাতি স্পিনার। নিজের প্রথম ওভারেই অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান তিনি।
প্রমোশন নিয়ে আজ ওপেনিংয়ে নামা ওয়েড শরীফুল ইসলামের হাতে ক্যাচ দেন দলীয় ৮ রানে। তিনি ৫ বলে করেন ১ রান।
নিজের প্রথম ওভারে ৩ ও দ্বিতীয় ওভারে ১ রান দেন মোস্তাফিজুর রহমান।
১২.২তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে অজি ওপেনার ম্যাকডারমটের ক্যাচ ফেলে দেন শরীফুল ইসলাম।
তবে পরের ওভারেই ম্যাকডারমটকে সরাসরি বোল্ড করেন সাকিব আল হাসান। এতে ১৩/২তম ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭১/২-এ।
ক্যাচ মিস করার পর নিজের প্রথম বলেই উইকেট পান শরীফুল। ১৪.১তম ওভারে অজি সহঅধিনায়ক মোজেস হেনরিকেসকে সাজঘরে ফেরান এ তরুণ বাঁহাতি পেসার। হেনরিকেসের ক্যাচ তালুবন্দি করেন শামীম হোসেন।