ভলিবল ইভেন্টে ব্রাজিলের কাছে হারল আর্জেন্টিনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪১ পিএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:১১ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
অলিম্পিকে ভলিবল ইভেন্টে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।
গ্রুপপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা। কিন্তু পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। শেষ সেটটাও জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে।
হাড্ডাহাড্ডি এই লড়াই জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা পড়ে আছে পাঁচে।
উল্লেখ্য, ২০১৬ রিও অলিম্পিকের ভলিবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।