ইসরায়েলি খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচ বর্জন আরেক মুসলিমের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৫০ পিএম, ২৬ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ১০:৪৭ এএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
এবারের অলিম্পিক আসরে ইসরায়েলের জুডোকা খেলোয়াড় বাটবালের বিপক্ষে লড়তে অস্বীকৃতি জানায় আলজেরিয়ার জুডোকা খেলোয়াড় ফাতহি নওরিন। এবার বোধহয় তারই পদচিহ্ন ধরে আগালো সুদানের মোহামেদ আবদালরাসুল।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানাতে নওরিন বাটবালের বিপক্ষে খেলতে অস্বীকৃত জানায়। কিন্তু দ্বিতীয় রাউন্ডেও খেলতে হলো না বাটবালকে। এবার বাটবালের প্রতিপক্ষ সুদানের মোহামেদ আবদালরাসুল ভেন্যুতেই আসেননি।
কেন আসেননি আবদালরাসুল, তা আন্তর্জাতিক জুডো ফেডারেশন জানাতে পারেনি বলে লিখেছে ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এ নিয়ে কোনো মন্তব্যও করেনি কর্তৃপক্ষ।
সুদানের অলিম্পিক কমিটিও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আবদালরাসুলের ম্যাচ না খেলার কারণও হয়তো ফাতহি নওরিনের মতোই।
দ্য গার্ডিয়ান লিখেছে, অলিম্পিক কর্মকর্তারা জানাচ্ছেন যে আবদালরাসুল দ্বিতীয় রাউন্ডে বাটবালের বিপক্ষে ম্যাচে খেলার আগে ওজন মাপানোর সময় ঠিকই ছিলেন, কিন্তু ম্যাচে আসেননি।
এদিকে ফাতহি নওরিনের না খেলার ব্যাপারে শনিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে আইজেএফ জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে তাদের নির্বাহী কমিটি। ফাতহি নওরিন ও তার কোচকে অস্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এতে আরও তদন্ত করতে আইজিএফের ডিসিপ্লিনারি কমিশনকে বলা হয়েছে। অলিম্পিকের বাইরে তারা আরও তদন্ত করে রায় ও চূড়ান্ত নিষেধাজ্ঞা দেবেন। বিবৃতিতে বলা হয়, ফাতহি নওরিন ও তার কোচের আনুষ্ঠানিক ঘোষণার ওপর ভিত্তি করে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাদের বক্তব্য আইজেএফের দর্শনের সম্পূর্ণ বিরোধী।
আবদালরাসুলও নুরিনের মতো কিছু ভেবে খেলেননি কিনা, তা এখনও নিশ্চিত নয়। খেলা হলে হার কিংবা জিত কোনটা আবদালরাসুলের দিকে আসতো তা নিশ্চিত করে বলা যায় না। তবে র্যাংকিং এ এগিয়ে ছিলেন ইসরায়েলি খেলোয়াড় বাটবাল। আন্তর্জাতিক জুডোকা র্যাংকিং এ বাটবালের অবস্থান ৭ম এবং আবদালরাসুল আছে ৪৬৯তম স্থানে।