অলিম্পিক ফুটবলে হার দিয়ে শুরু আর্জেন্টিনার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ২৩ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৩১ পিএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
টোকিও অলিম্পিকে ব্রাজিলের শুরুটা দুর্দান্ত হলেও আর্জেন্টিনার হলো না। চলতি মাসেই কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনার অলিম্পিক দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। প্রথমার্ধে যথাসাধ্য চেষ্টা করেও তা শোধ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফ্রান্সিসকো ওরতেগাকে।
এতে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে।
ম্যাচের ৮০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মারকো তিলিও। ২-০ তে এগিয়ে যা অসিরা। ডিউকের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাম পায়ের শটে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করেন মারকো তিলিও।
নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেহুয়েন পেরেজের দল।