টোকিও অলিম্পিকে জয় দিয়ে শুভ সূচনা জাপানের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২১ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০২:০১ পিএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
২০২০ টোকিও অলিম্পিককে কিছু পর্যবেক্ষক পর্বত অভিযানের সাথে তুলনা করেছেন। ২০১৩ সালে টোকিও অলিম্পিকের স্বাগতিক শহর হতে পারার যোগ্যতা অর্জন করলে এর মধ্যে দিয়ে জাপানের সেই যাত্রার শুভ সূচনা হয়।
তবে পরবর্তীতে নানারকম প্রতিবন্ধকতার মোকাবিলা এবারের অলিম্পিককে করতে হয়েছে। এক বছর পিছিয়ে যাওয়ার পর করোনাভাইরাসের দাপট চলতে থাকা অবস্থায় ২০২০ টোকিও অলিম্পিক কষ্টসাধ্য পথ পার হয়ে এখন অনেকটাই পর্বত চুড়ার কাছাকাছি পৌঁছে গেছে।
আগামী শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও অলিম্পিক প্রতিযোগিতার সূচনা হয়েছে আজ জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় দশ বছর আগের প্রাকৃতিক বিপর্যয় ও পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুকুশিমা জেলার প্রধান শহর ফুকুশিমায়।
দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারের পাশাপাশি স্থানীয় জনগণকে অলিম্পিকের সাথে সম্পৃক্ত করার মধ্যে দিয়ে সঙ্কট কাটিয়ে উঠায় জাপানের সক্ষমতার দৃষ্টান্ত বিশ্বের সামনে তুলে ধরতে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি অলিম্পিকের প্রথম খেলা রাজধানীর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ফুকুশিমা শহরের আজুমা স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
ফুকুশিমার মানুষ অলিম্পিকের প্রথম খেলার নিজেদের শহরে আগমনের অপেক্ষায় থাকলেও করোনাভাইরাস চলতে থাকা অবস্থায় শেষ পর্যন্ত দর্শক-শূন্য স্টেডিয়ামে সফটবলের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। আজকের খেলায় স্বাগতিক জাপানের প্রতিদ্বন্দ্বী ছিল অস্ট্রেলিয়া।
সফটবল হচ্ছে বেসবলকে মহিলাদের খেলার উপযোগী করে তোলার জন্য এর কিছুটা সহজ এক সংস্করণ। অলিম্পিকে এর আগে সর্বশেষ ২০০৮ সালে সফটবল অন্তর্ভুক্ত থাকার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই ও সি পরের দুটি অলিম্পিকে বেসবলের পাশাপাশি সফটবলও অন্তর্ভুক্ত রাখেনি। তবে এবারের অলিম্পিকে স্বাগতিক শহরের অনুরোধে আবারও এই খেলা তালিকায় যুক্ত হয়েছে।
আজকের খেলায় জাপানের সফটবল দল অস্ট্রেলিয়াকে ৮-১ পয়েন্টে পরাজিত করে দেশের অলিম্পিক অভিযানের চূড়ান্ত পর্যায়ের যাত্রার শুভ সূচনা করে। উল্লেখ্য এর আগে ২০১২ সালের বেইজিং অলিম্পিকে জাপান সফটবলে সোনা জিতেছিল। ফলে শেষবারের অলিম্পিক চ্যাম্পিয়নকে নিয়ে প্রত্যাশা দেশের রয়েছে।
সফটবলের পাশাপাশি অলিম্পিক ফুটবলের যাত্রাও আজ শুরু হচ্ছে। মহিলা ফুটবলের ছয়টি খেলা আজ জাপানের তিনটি শহর - টোকিও, মিয়াগি ও সাপ্পোরোতে অনুষ্ঠিত হবে। টোকিওতে আজকের প্রথম খেলায় মহিলা ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন খেলবে শক্তিশালী সুইডেনের বিরুদ্ধে। সাপ্পোরোতে আজ গ্রুপ পর্যায়ের দ্বিতীয় খেলায় স্বাগতিক জাপানের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কানাডা।
অলিম্পিকের শহর হিসাবে টোকিও মনোনীত হলেও দলগত বিভিন্ন প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের খেলা টোকিওর বাইরের বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হচ্ছে।