টোকিও অলিম্পিকে দুঃসংবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৪ এএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩৩ পিএম, ১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রবল সতর্কতার পরও শেষ রক্ষা হলো না। করোনা আক্রান্তের খবর মিলল টোকিও অলিম্পিকে। আসর শুরু হওয়ার আগেই ভিলেজে থাকা এক অ্যাথলেট করোনা আক্রান্ত। শুরুতে ঘটনার সত্যতা স্বীকার না করলেও আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ঘটনা স্বীকার করেছে জাপান। যদিও এখনো আক্রান্ত অ্যাথলেটের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এক টেনিস খেলোয়াড়। তাকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।
পৃথিবীজুড়ে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ভীতি বাড়াচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো থেকে অ্যাথলেটরা একে একে জাপানে ভিড়ছে। এমন সময় এই খবরে চিন্তিত সব অ্যাথলেট। আগামী ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু তার মাত্র ৬ দিন আগেই একেবারে গেম ভিলেজে থাবা বসাল করোনা। ফলে স্বভাবতই উদ্বেগ বাড়ছে।
জাপানে কোভিড পরিস্থিতি ভাল না। টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানালেও আলাপ-আলোচনার পর দর্শকশূন্য স্টেডিয়ামেই গেমস আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে শুরু হওয়ার আগে এরইমধ্যে ভিলেজের মধ্যে করোনার উপস্থিতি আয়োজকদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছে, তা বলাই বাহুল্য।
অলিম্পিক শুরুর আগে অনেক নিশ্চয়তা দেয়া হয়েছিল সুরক্ষা নিয়ে। কিন্তু তারপরও আক্রান্ত হওয়ায় ভয় বেড়েছে সবার মাঝে। তাই আরও সতর্ক টোকিও গেমস আয়োজক কর্তৃপক্ষ। নিয়মিত করোনা টেস্ট চালিয়ে যাবে। কাউকে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ দেখলে তাকে দ্রুত আইসোলেশনে সরিয়ে নেয়া হবে বলে জানান আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো।