বিশ্বরেকর্ড গড়ে ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৭ এএম, ২ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৩৪ পিএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
এও কী সম্ভব! বয়স মাত্র ১২। চেহারা আর হাসিতে এখনও শিশুর ছাপ কাটেনি। অথচ এই বয়সেই কিনা দাবার মতো কঠিন জগতে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন অভিমন্যু মিশ্র! ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এই দাবাড়ু বুধবার ইতিহাসের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার খ্যাতি অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন ইউক্রেনের সার্জে কার্জাকিনের ১৯ বছর আগের রেকর্ড। ২০০২ সালের আগস্টে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন। এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। অভিমন্যু হাঙ্গেরিতে একটি দাবা রেটিং টুর্নামেন্টে তিনটি আইএম রেটিং পূর্ণ করেছেন বুধবারই। ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছেন। দাবার এই বিস্ময় প্রতিভা শেষ রাউন্ডে হারিয়েছেন ভারতের লুকা মেন্ডোজাকে। অভিমন্যু এদিন খেলেছেন কালো ঘুঁটি নিয়ে। অভিমন্যু নিজেও নার্ভাস এই রেকর্ড গড়ে। দুই বছর আগে হাঙ্গেরিতেই দাবার কিংবদন্তি সাবেক বিশ্বসেরা গ্যারি কাসপারভের সঙ্গে দেখা হয়েছিল অভিমন্যুর। সেই সময়ই একটা টুর্নামেন্টে ভারতীয় বংশোদ্ভূত এই কিশোরের খেলা দেখে কাসপারভ বলেছিলেন-এই ছেলে অনেকদূর যাবে। দুই বছরের মধ্যেই সে ভবিষ্যৎবাণী মিলিয়ে দিলেন অভিমন্যু।