অলিম্পিকের টিকিট পেলেন আর্চার দিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১২ এএম, ২২ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৭ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
রোমান সানার পর দ্বিতীয় আর্চার হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পেলেন দিয়া। পুরুষ কোটায় দেশের আরেক আর্চার অলিম্পিকের টিকিট পেতে পারেন বলে জানা যায়। রোমান সানার পর আর্চারিতে আসন্ন টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেলেন দেশসেরা নারী তীরন্দাজ দিয়া সিদ্দীকী।
আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
দিয়ার অলিম্পিকের খবরটি চিঠি দিয়ে বিওএকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। দিয়াকে টোকিও অলিম্পিকে খেলার আমন্ত্রণ জানিয়েছে অলিম্পিকের সর্বোচ্চ সংস্থা।
ফ্রান্সের প্যারিসে চলমান আর্চারির ফাইনাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টে রিকার্ভ ব্যক্তিগত নারী এককের খেলায় দিয়া সিদ্দিকী ৬-০ সেটে আর্জেন্টাইন আর্চারকে হারায়। পরে স্লোভাকিয়ার আনা উমেরের কাছে হেরে যান এই দেশ সেরা তীরন্দাজ। অলিম্পিক লড়াই শেষ করেছেন।
এর আগে বিশ্বকাপ আর্চারির দ্বিতীয় স্টেজের ফাইনালে রোমান সানার সঙ্গে জুটি গড়ে রৌপ্য জেতেন দিয়া। রোমান সানার পর দ্বিতীয় আর্চার হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পেলেন দিয়া। পুরুষ কোটায় দেশের আরেক আর্চার অলিম্পিকের টিকিট পেতে পারেন বলে জানা যায়।