বাংলাদেশ-আফগানিস্তান : কে এগিয়ে কে পিছিয়ে?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১০ এএম, ৩ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:২৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ১৯৭৯ সালে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে প্রথম দেখা হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ, কাতার ও আফগানিস্তানকে নিয়ে ২ নম্বর গ্রুপের খেলা হয়েছিল।
ডাবল লিগ পদ্ধতির সেই বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ ২-২ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচ জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে।
৪২ বছরে আফগানিস্তানের বিপক্ষে বেশি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সর্বসাকুল্যে ৮ বার দেখা হয়েছে দুই দেশের। সেখানে জয়-পরাজয় সমান। তবে সর্বশেষ দুই সাক্ষাতে বাংলাদেশকে হারিয়েছে আফগানরা।
শেষ কবে বাংলাদেশ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে? ২০০৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাফ গেমস ফুটবলে আফগানিস্তানকে ২-১ গোলে হারানোর পর যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি লাল-সবুজ পতাকাধারীরা।
২০১৫ ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ সাক্ষাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তো ভালো খেলেও ১-০ গোলে হেরে যান জামাল ভূঁইয়ারা।
দুই দেশের ৮ বারের লড়াই বেশিরভাগই শেষ হয়েছে সমতায়। চারটি ম্যাচই ড্র হয়েছে, চারটিতে জয়-পরাজয়। বৃহস্পতিবার নবম সাক্ষাতের ফল কী হবে? জয়ে কেউ এগিয়ে যাবে, নাকি আরেকটি ড্র? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক!