যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত- ৬
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ১০ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৪২ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন।
গতকাল রবিবার (৯ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কলোরাডো স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুক্তরাষ্ট্র পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
মার্কিন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্টারবুরি মোবাইল হোম পার্কে চলা পার্টিতে এ হামলার ঘটনা ঘটে। যে বন্দুকধারী গুলি চালিয়েছে, সে ছিল মৃতদের মধ্যে এক নারীর বয়ফ্রেন্ড।
সে দেয়াল টপকে ঢুকে পড়ে। এরপর হেঁটে ভেতরে গিয়ে গুলি চালানো শুরু করে। হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।
ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয়জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা একটি শিশু অক্ষত অবস্থায় রয়েছে। বর্তমানে সে তার আত্মীয়দের সাথেই রয়েছে।
কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি এবং হামলাকারী ও মৃতদের পরিচয়ও স্থানীয় পুলিশ প্রকাশ করেনি।