

যুক্তরাষ্ট্রে বিএনপি'র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০২ পিএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৩৯ এএম, ৭ জুন,
বুধবার,২০২৩

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বছর ব্যাপি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশে ও প্রবাসে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠনের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে কমিটি গঠন করেছে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুইয়া মিল্টন কে সদস্যসচিব করে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব মো: আবদুস সালাম।
গত সোমবার নিউইয়র্কের কুইনস প্যালেসে আয়োজিত এক সংক্ষিপ্ত ভার্চুয়াল অনুষ্ঠানে যুগ্ম আহবায়ক হিসাবে যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু এবং যুগ্ম সদস্য সচিব পদে মোশারফ হোসেন সবুজের নাম ঘোষণা করেন তিনি।
প্রধান সমন্বয়কারী হিসাবে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও সমন্বয়কারী হিসাবে অপর সহ-আন্তর্জাতিক সম্পাদক কন্ঠশিল্পী বেবী নাজনীনকে দায়িত্ব দেয়া হয়।
ভার্চুয়াল কমিটি ঘোষণা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সাফল্য ও করোনা মহামারির ভয়াবহতা থেকে পরিত্রাণ এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারী সকলের জন্য বিশেষ দোয়ার আয়েজন করা হয়। এতে মোনাজাতসহ পরিচালনা করেন মুফতি সাইয়াদ মাওলানা আনসারুল করীম আল-আযহারী।
এদিকে নবনির্বাচিত আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান মিল্টনসহ নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, অষ্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা নাসির উদ্দিন, ইতালি বিএনপি নেতা খলিলুর রহমান খোকন ও সোলেমান বেগ প্রমুখ।