অসুস্থ রেমিট্যান্সযোদ্ধা কে বিমান টিকেট হস্তান্তর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩২ পিএম, ১১ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
অসুস্থ মালদ্বীপ প্রবাসী প্রশান্ত দাসকে, মালদ্বীপ মাফুশি আইল্যান্ডের "প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন" নামের একটি সংগঠন প্রশান্ত দাসের বিমান টিকেটের সম্পূর্ণ খরচ বহন করেন।
মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ দিদারুল আলম ভূঁইয়া ও সদস্য মোঃ সিরাজুল মিয়ার তত্ত্বাবধানে টিকেটের সার্বিক কার্যক্রম সম্পূর্ণ করে, অসুস্থ প্রশান্ত দাস এর হাতে তুলে দেন।
গতকাল শনিবার (১০ এপ্রিল) রাত ৯ টায় দেশে যাওয়ার জন্য বিমানের টিকেট হস্তান্তর করে সংগঠনটি।
বিমান টিকেট ছাড়াও মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজুল মিয়ার পক্ষ থেকে নগদ ২০০ মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়। যা বাংলা টাকায় পায় ১৭ হাজার টাকা।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মো. দিদারুল আলম ভূঁইয়া।
জানা গেছে, রেমিট্যান্সযোদ্ধা অসুস্থ প্রশান্ত দাস এর দেশের বাড়ি চট্রগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলায়।
তিনি মালদ্বীপের মাফুশি আইল্যান্ডে একটি রেস্টুরেন্টে কাজ করা অবস্থায় পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন। প্রায় ৪ মাস পর্যন্ত কোন ধরনের কাজকর্ম করতে পারেন না। চিকিৎসারও তেমন কোন উন্নতি হয়নি।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরো ৪/৫ মাস পর্যন্ত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
প্রশান্ত দাস মালদ্বীপে এসেছেন ২ বছর হয়েছে। বাড়ির অবস্থাও তেমন ভালো না। মালদ্বীপ আসার সময়ের ঋণের টাকাও এখনো পরিশোধ করতে পারেনি। তার বৈধ কোন কাগজপত্র নেই। এমতাবস্থায় সে দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ, মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠটির সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা তাদের আয়ের একটা অংশ প্রতি মাসে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো জন্য ব্যয় করেন।
এটি শুরু থেকেই বাংলাদেশি অসহায় প্রবাসীদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছে।