ব্রাজিলে করোনায় মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু- ৪১৯৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪০ পিএম, ৭ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যা দেশটির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ ছাড়া বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।
গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসে এক দিনে মারা গেছে ৪,১৯৫ জন। দেশটিতে এখন করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।
তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো এখনো কঠোর লকডাউনের বিরোধিতা করে আসছেন। বোলসোনারোর দাবি ভাইরাসের কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে লকডাউনের কারণে অর্থনীতির বেশি ক্ষতি হবে। বিভিন্ন রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষ যেসব কড়াকড়ি আরোপ করেছে তিনি সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছেন।
ব্রাজিলের চিকিৎসক ও ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক ড. ম্যানুয়েল নিকোলিলেস বলেন, মনে হচ্ছে একটি পারমাণবিক চুল্লিতে চেইন রি-অ্যাকশন হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি জৈবিক ফূকুশিমা।
ব্রাজিলের হাসপাতালগুলোতে এখন আর ঠাঁই নেই। অথচ সংক্রমণ হার ক্রমাগত বাড়ছে। এমনকি অপেক্ষাকৃত কম বয়স্করাও আক্রান্ত হচ্ছে। দেশটিতে ভাইরাসের অনেক বেশি সংক্রমণপ্রবণ নতুন স্ট্রেইন আঘাত হেনেছে।
করোনায় আক্রান্ত ও মৃতদের তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। ইতিমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৭৮৪ জন।