তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৫৪
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৩ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৫:০৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
তাইওয়ানে একটি টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় অনেকেই নিহত এবং আহত হয়েছেন। ওয়াশিংটন পোস্টের তথ্যমতে কমপক্ষে ৫৪ জন মারা গেছেন। সিএনএন জানিয়েছে, ট্রেনটিতে ৪৯০ জন যাত্রী ছিলেন।
গতকাল শুক্রবার (২ এপ্রিল) তাইওয়ানের রাজধানী তাইপে থেকে তাইতুং শহরের উদ্দেশ্যে ছূটে চলা ট্রেনটিতে বেশ কিছু পর্যটকও ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে রক্ষণাবেক্ষণের একটি গাড়ি ট্রেন লাইনের উপরে চলে আসলে দুর্ঘটনা ঘটে।
চীন সরকার শুক্রবার তাইওয়ানের ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
কিয়োডো নিউজের বরাতে জাকার্তা পোস্ট জানায়- চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের একজন মুখপাত্র মা জিয়াওগুয়াং বলেছেন, মূল ভূখণ্ড "তীব্র উদ্বেগের সাথে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছে।"
প্রসঙ্গত, সরকারিভাবে চীন তাইওয়ানকে তাদের 'মূল ভূখণ্ড' এর অংশ বলে মনে করে থাকে। যদিও তাইওয়ান তা মনে করে না।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এক টুইটে বলেছেন, এ ঘটনায় আমার হৃদয় ভেংগে গেছে। তাইওয়ানকে যে কোন ধরনের সাহায্য করতেও প্রস্তুত বলে জানিয়েছেন জাপান সরকারের একজন মুখপাত্র।