ফ্রান্স মহিলা দলের উদ্দোগে মহান স্বাধীনতা দিবস পালিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১২ পিএম, ২৭ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৫:০৯ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্স মহিলা দলের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা গতকাল শুক্রবার ২৬শে মার্চ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফ্রান্স মহিলা নেত্রী হালিমা আক্তার, হোসনে আরা বিউটি, আয়েশা আক্তার, লাভলী গোলাম, নাদিয়া বেগম।
নেদারল্যান্ড থেকে কেয়া খান, ঝুনু আক্তার, রুনা আলামিন, জেসমিন আক্তার, আতিকা আক্তার, হেলেনা আক্তার।
ইতালি থেকে ইয়াসমিন সুলতানা তুষার, শাকিলা পারভিন লিনা,সোনিয়া দেওয়ান। ডক্টর সেলিনা আফরোজ। সুইডেন থেকে হাসিনা জাহান। স্পেন থেকে আফরোজা রহমান। ডেনমার্ক সমিয়া আফরোজ। স্কটল্যান্ড থেকে শিল্পী শিরিন, সুমি আক্তার। ইউকে থেকে অঞ্জন আলম, নিলুফা, ডক্টর ইসরাত রশিদ।
আমেরিকা থেকে কনা চৌধুরী। কানাডা থেকে কবিতা নূর, রওশন আরা। সুইজারল্যান্ড থেকে মেহেনাজ পারভীন। ইতি আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্য মমতাজ আলো বলেন আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে তারা স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এজন্য দেশের মানুষকে এখন আর স্বাধীন বলতে পারি না। আমাদের স্বাধীনতা বিপন্ন ও শৃঙ্খলিত।