ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত ইমরান খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৭ পিএম, ২০ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০২:২৩ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ শনিবার (২০ মার্চ) এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন তার স্বাস্থ্য উপদেষ্টা ফয়সাল সুলতান।
পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, দুই দিন আগেই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। আর আজ তার ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশ্যে এলো। এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
অপর এক টুইট বার্তায় পিটিআই সিনেটর ফয়সাল জাবেদ খান জানান, প্রধানমন্ত্রীর শরীরে ভাইরাসটির হালকা লক্ষণ রয়েছে। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল কাজ করবেন।
এর আগে গতকাল শুক্রবার খাইবার পাখতুন প্রদেশের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে যান পাক প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
একইদিন তিনি সোয়াত মটরওয়ে পরিদর্শনে গিয়েছেন। সেখানে সোয়াত এক্সপ্রেসওয়ে টানেল উদ্বোধন করেন ইমরান খান।