কঙ্গোতে গ্রামবাসীর ওপর সশস্ত্র হামলা, নিহত ১৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৫ পিএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৩৪ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আফ্রিকার দেশ কঙ্গোতে গ্রামবাসীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় গত রবিবার দেশটির বেনি শহরের বুলঙ্গ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও অনেকে।
মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে গণমাধ্যম বলছে, স্থানীয় সশস্ত্র গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের অভিযানে এই হতাহত হয়েছে। খবর আফ্রিকা নিউজের।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাতের আধারে অস্ত্রসহ গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়। পরে ১৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন।
দেশটিতে প্রায়ই আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিতে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো।