অক্সফোর্ডের টিকা ব্যবহার স্থগিত নেদারল্যান্ডসে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১২ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। টিকার পার্শপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা দেখা দেয়ায়, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল রবিবার (১৪ মার্চ) এই সিদ্ধান্তের ফলে দেশটিতে করোনার টিকাদান কার্যক্রম ব্যাহত হবে।
আগামী ২৯ মার্চ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করবে না দেশটি।
অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ২০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়েছিল নেদারল্যান্ডস। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন তিন লাখ টিকার চালানও হাতে পাওয়ার কথা রয়েছে দেশটির।
সম্প্রতি নরওয়েতে এই টিকা নেওয়ার পর বয়স্কদের রক্ত জমাট বাঁধার রিপোর্ট দেখে ব্যবহার স্থগিত করে আয়ারল্যান্ড। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, রক্ত জমাট বাঁধার ঘটনা বাড়ার সঙ্গে করোনার টিকার কোনো সম্পর্ক নেই।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের হুমকিতে রয়েছে ইউরোপ। কোথাও কোথাও সংক্রমণ আর প্রাণহানি নিয়ন্ত্রণে না থাকায়, নতুন করে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ।